ছবি: ডেইলি মেসেঞ্জার
ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্সসহ চলন্ত দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন দগ্ধ হয়ে মারা গেছেন। মরদেহ পুড়ে কয়লা হয়ে যাওয়ায় এখনো তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে। পরে সাভার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেলেও বাস দুটির আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। সে সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশের রেকার সড়কের পাশে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। প্রাথমিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে করে ঢাকার দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী মঞ্জুর কাদির বলেন, রাত দু'টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিলো। এসময় পিছনে আরও দুইটি যাত্রীবাহী বাস ছিল। অ্যাম্বুলেন্সটি পুলিশ টাউনের সামনে পৌঁছলে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। এসময় পিছনে থাকা যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এই বাসটির পিছনে থাকা অপর আরও একটি যাত্রীবাহী বাস সামনের বাসে ধাক্কা দিলে আগুন ছড়িয়ে পড়ে বাসেও। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়। তবে বাস দুটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে নিলেও অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন পুড়ে মারা যান। ৪ জনের মধ্যে ১ জন শিশু, ২ জন নারী ও ১ জন পুরুষ ছিলো বলে জানান পুলিশ।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, রাত ২টার দিকে একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেওয়া বাস ও পাশে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসেও আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা চারজন পুড়ে মারা যান।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, বাসের সাথে পেছনের দিক থেকে অ্যাম্বুলেন্স সংঘর্ষ লাগলে উভয় গাড়িতে আগুন লেগে যায়। পরে আরও একটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। অ্যাম্বুলেন্সের ভেতর থাকা ৪ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ ভস্মীভূত হয়ে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
মেসেঞ্জার/নোমান/তুষার