ঢাকা,  শনিবার
১৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে আগুন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:৫৭, ১৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:১০, ১৭ জানুয়ারি ২০২৫

হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে আগুন

ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শুক্রবার দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। আরও চারটি ইউনিট পথে আছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

মেসেঞ্জার/তারেক