ঢাকা,  শনিবার
১৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি জাতীয় কবির নাতি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১০:৩৫, ১৮ জানুয়ারি ২০২৫

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি জাতীয় কবির নাতি

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা সংকটপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৫টায় তিনি অগ্নিদগ্ধ হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে সকাল সাড়ে ৭টায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. শাওন বিন রহমান ইউএনবিকে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসার বাথরুমে গ্যাসলাইটার বিস্ফোরণে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

মেসেঞ্জার/জেআরটি