ঢাকা,  শনিবার
১৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

জুলাই ঘোষণাপত্র: লিখিত অভিমত পাঠানোর ‘শেষ সময়’ জানাল প্রেস উইং

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১০:৪৪, ১৮ জানুয়ারি ২০২৫

জুলাই ঘোষণাপত্র: লিখিত অভিমত পাঠানোর ‘শেষ সময়’ জানাল প্রেস উইং

ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের কাছ থেকে লিখিত অভিমত নেওয়া হচ্ছে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত এই মতামত নেওয়া হবে। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত, মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয় এ ঠিকানায় পাঠানোর জন্য বলা হয়েছে।আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত এই অভিমত জানাতে পারবেন।

এ অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং।

মেসেঞ্জার/জেআরটি