ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দুদকের অভিযানে আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী গ্রেপ্তার

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ২১ জানুয়ারি ২০২৫

দুদকের অভিযানে আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্লট বরাদ্দ ও অনিয়মের অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে তার কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন, আজই (মঙ্গলবার) মামলা দায়ের করা হবে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা যায়, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্লট বরাদ্দসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তৈয়বুর রহমান। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই তাকে আটক করার সিদ্ধান্ত আসে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে অন্যের বেশ ধারণ করে হস্তান্তর ও নামজারী অনুমতি প্রদানের পত্র ইস্যু করা, আমমোক্তারনামা গ্রহণের জন্য আবেদন সংক্রান্ত নোটাংশে জাল স্বাক্ষর করে আমমোক্তার গ্রহণের জন্য অনুমোদন দেয়ার প্রস্তাব উপস্থাপনপূর্বক জাল জালিয়াতির মাধ্যমে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে সরকারী আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে আজ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উপর্যুক্ত অভিযোগে দন্ডবিধির ৪০৯/৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ -এ একটি মামলা রুজু (মামলা নং- ৬৫, তারিখ: ২১-০১-২০২৫) করা হয়েছে।

একটি সূত্র জানায়, সরকারি আবাসন পরিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বাসা বরাদ্দ দিয়ে অর্থ লেনদেনের অভিযোগ দিয়েছে মন্ত্রণালয়ে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে পরবর্তীতে সংবাদ প্রকাশ করা হবে।

মেসেঞ্জার/তুষার