ঢাকা,  রোববার
০২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ঘন কুয়াশায় মোড়ানো রাজধানী ঢাকা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৯:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৫

ঘন কুয়াশায় মোড়ানো রাজধানী ঢাকা

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশায় মোড়ানো রয়েছে রাজধানী ঢাকা। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় একটু দূরের জিনিস দেখতে বেগ পেতে হচ্ছে। কুয়াশার কারণে সকালে শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর, জোয়ার সাহারা, বারিধারা, আফতাবনগর এলাকা কুয়াশায় মোড়ানো দেখা যায়। এদিকে, কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় সকালে পথ চলতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

মেসেঞ্জার/তারেক