ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বাংলাদেশি কর্মীদের অমীমাংসিত ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশি কর্মীদের অমীমাংসিত ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর

ছবি: সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিন ধরে অমীমাংসিত ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অভিবাসন প্রসঙ্গে দুই পক্ষই ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দেন। বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসী শোষণের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিনের ভিসা আবেদন নিষ্পত্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করলে ইতালিয়ান উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি এ বিষয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও ইতালির উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালির দৃঢ় সমর্থনের কথা জানান। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সরকারের চলমান সংস্কার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিশেষভাবে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা উপমন্ত্রী মারিয়া ত্রিপোদিকে তার প্রথম ঢাকা সফরের জন্য স্বাগত জানান। বাংলাদেশ ও ইতালির প্রাণবন্ত অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে তিনি বিশেষ করে গ্রিনফিল্ড খাতে আরও বেশি ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান।

তিনি জানান, বর্তমান সরকার, বিশেষ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজ করে দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে নিরলস কাজ করছে।

বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বহুমুখীকরণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি ইতালির আগ্রহকে স্বাগত জানান এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে ইতালির সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্ব দেন।

উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং ইতালির অব্যাহত মানবিক ও রাজনৈতিক সহায়তার আশ্বাস দেন।

মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্ত অঞ্চলে অরাজনৈতিক গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সম্মুখীন হওয়া জটিল চ্যালেঞ্জগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি মিয়ানমারে স্থায়ী প্রত্যাবর্তনই এই সমস্যার একমাত্র সমাধান।

দুই দিনে সরকারি সফরে বাংলাদেশে এসেছেন ইতালির উপমন্ত্রী ত্রিপোদি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের প্রথম মন্ত্রী পর্যায়ের সফর। গতকাল বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ বিষয়ক মহাপরিচালক আবুল হাসান মৃধা তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।

মেসেঞ্জার/জেআরটি