ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১০:২১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌনে ১টার দিকে এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাত ১২টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর পান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১২টা ৫২ মিনিটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট মোতায়েন করা হয়েছে। এফএসসিডির মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাত পৌনে ২টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় বস্তির ২৬টি ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।

মেসেঞ্জার/জেআরটি