ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

রাতের ভোটের এসপিদেরও অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১০:২৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রাতের ভোটের এসপিদেরও অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও (এসপি) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

শুক্রবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি এ কথা বলেন। বিগত বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের (২০১৪, ২০১৮ ও ২০২৪) সময় দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো ও ওএসডি করার বিষয়ে গতকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়।

সচিবালয়ে গতকাল সাংবাদিকদের ওই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। এরপর আজ ফেসবুক স্ট্যাটাসে এসপিদের বিষয়েও এমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

মেসেঞ্জার/জেআরটি