ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

The Daily Messenger

জাতিসংঘ মহাসচিব আসছেন বৃহস্পতিবার, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৬:১৯, ১২ মার্চ ২০২৫

জাতিসংঘ মহাসচিব আসছেন বৃহস্পতিবার, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশে আসবেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

মেসেঞ্জার/জেআরটি