
ক্যাপশন: মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪ টায় রাজধানীর মিরপুরে গ্রান্ড প্রিন্স হোটেল বল রুমে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের আলোচনা সভা ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার আলমগীর হোসেন -টিডিএম।
রাজধানীতে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪ টায় মিরপুর গ্রান্ড প্রিন্স হোটেল লি: বল রুমে ‘মাহে রমজানের শিক্ষা ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিরপুরের সর্বস্তরের সাংবাদিকসহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমান ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন আলী বলেন, আজকের তথ্য-প্রযুক্তির যুগে ভুয়া খবর বা প্রোপাগান্ডা খুব সহজেই ছড়িয়ে পড়ে। ফলে অনেকেই প্রকৃত সাংবাদিকতা এবং ভুয়া সংবাদ বিভ্রান্তিতে পড়েন। বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে অনেক সংবাদমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ করে, যা সাধারণ মানুষের মধ্যে স্বাধীন সাংবাদিকতার প্রতি আস্থা কমিয়ে দেয়। বিগত ১৬ বছর পর আমরা স্বাধীন গণমাধ্যম পেয়েছি। সাংবাদিকরা এতদিন নিরপেক্ষভাবে কথা বলতে পারেনি। সাংবাদিকরা এখন স্বাধীনতা পেয়েছে।
অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব কাদের গণি চৌরীর পক্ষে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিশেষ অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার আলমগীর হোসেন বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। অনেক সময় দেখা যায়, অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়। তাই সকল সাংবাদিকের ঐক্য থাকা প্রয়োজন।
এসময় তিনি বর্তমান প্রেক্ষাপটকে ইঙ্গিত করে বলেন, সাংবাদিকরা যেন সাংবাদিকদের বিরুদ্ধেই সাংবাদিকতা না করে। এতে সাংবাদিকতা পেশায় আরো ঝুঁকি বাড়বে। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা অনেক সময় নিজেদের কাজের যথার্থতা প্রমাণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন। গুজব, মিথ্যা আর চেক অ্যান্ড ব্যালান্স ছাড়া সোশ্যাল মিডিয়ার তথ্য সমাজ তথা রাষ্ট্রে বিশৃঙ্খলা বাড়াচ্ছে। তাই সাংবাদিকদের আরো সচেতন হতে হবে। প্রয়োজনে আরো সময় নিয়ে সংবাদ পরিবেশন করতে হবে।
তিনি আরো বলেন, সাংবাদিকদের মধ্যে বিভক্তির কারণে ভয়ভীতি মাথায় রেখে সাংবাদিকদের কাজ করতে হচ্ছে। বিভাজনের কারণে সাংবাদিকরা এই ভয়-ভীতি থেকে নিজেদের বের করতে পারেন না। বিভাজন ও অনৈক্যের কারণে ইউনিয়ন সেভাবে ভূমিকা রাখতে পারছে না। তাই সংকট উত্তরণের জন্য ঐক্যের কোনও বিকল্প নেই।
আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের নির্যাতনের কথা উল্লেখ করে সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক এসএম জহিরুল ইসলাম বলেন, একটি মহল সাংবাদিকদের দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য সব সময় চেষ্টা করে, আর সফল না হলেই নানা ট্যাগ লাগিয়ে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি জামায়াতের ট্যাগ এবং বর্তমানে আওয়ামী ট্যাগ লাগিয়ে স্বাধীন গণমাধ্যমকে হরণ করছে একটি মহল। তাই তাদের সতর্ক এবং সাংবাদিকদের ঐক্য হওয়ার কোথাও জানান তিনি।
মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এনামুল হক ইমন ও সাংগঠনিক সম্পাদক মো. আলী মুবিনের উপস্থিতিতে বিশিষ্ট ব্যবসায়ী ও হযরত শাহ আলী (রা.) মাজার বেষ্টনী আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি আকবর হোসেন মোল্লা, ব্যবসায়ী ও সমাজসেবক মো. আতিয়ার রহমানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক এসএমআর শহিদ, অর্থ বিষয়ক সম্পাদক কামরুল হাসান সোহাগ, দপ্তর সম্পাদক বাহাউদ্দীন তালুকদার, নির্বাহী সদস্য আব্দুস সালাম মিতুল, তুষার হোসেন, রাজু আহমেদ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, কোটালীপাড়া থানা বিএনপির সভাপতি এসএম আফজাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী দিনগুলোতে রাজনীতিবিদ, ব্যবসায়িক ও সাংবাদিকবৃন্দসহ সবাইকেই সম্মিলিতভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি, সকলের সুস্বাস্থ্য, নেক হায়াত ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
মেসেঞ্জার/তুষার