ঢাকা,  শনিবার
১৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কোটচাঁদপুরে সড়কে প্রাণ গেলো মাদ্রাসা ছাত্রের

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ৭ মে ২০২৩

কোটচাঁদপুরে সড়কে প্রাণ গেলো মাদ্রাসা ছাত্রের

ছবি : টিডিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রসুল (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (০৭ মে) সকালে কোটচাঁদপুরে উপজেলার  বকশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে গুড়পাড়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ও জগদ্বিশপুর গ্রামের মোস্তফা হোসেনের দ্বিতীয় সন্তান।

মৃত গোলাম রসুলের চাচা ওলিয়ার রহমানে জানান, আমার ভাই সিঙ্গাপুর প্রবাসী ছুটিতে বাড়ি এসেছিলো ছুটি শেষ আগামীকাল সোমবার (০৮ মে) ফ্লাইট ।  তাই বাবাকে কোটচাঁদপুর শহরে  ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরার পথে বকশিপুর গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত হয়।  এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএর কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্ত খরণের হচ্ছিল। যার কারণে  প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয় মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শাহ্ মোহাম্মদ আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন