ছবি : মেসেঞ্জার
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে বন্ধ থাকা সাটল ট্রেনগুলো আবারও চালুসহ বেশ কিছু দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নাগরিক কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের কাছে স্মারকলিপি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির উপদেষ্টা প্রফেসর সুলতানা রাজিয়া, সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা, সদস্য সচিব মুনিরুজ্জামান মুনির।
নাগরিক কমিটির সদস্য সচিব মুনিরুজ্জামান মুনির জানান, করোনাকালে বন্ধ থাকা সাটল ট্রেনগুলো চালুর বিষয়ে, রেলমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্ত আজ অবধি সেই ট্রেনগুলো চালু হয়নি। এতে পদ্মা ও ধুমকেতু ট্রেনে যারা ঢাকা যাচ্ছেন, তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও আমরা ঢালারচর একপ্রেস ট্রেনটির যাত্রা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়েছি স্মারকলিপির মাধ্যমে। আমরা আশাকরি চাঁপাইনবাবগঞ্জ বাসী রেল সুবিধা থেকে আর বঞ্চিত হয়ে থাকবে না।
মেসেঞ্জার/নাহিদ/নিশা