ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৮, ২ অক্টোবর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত

ছবি : মেসেঞ্জার

“শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই স্লোগানে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে।

সোমবার (২ অক্টোবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বিশ্ব শিশু দিবসের পালনের আনুষ্ঠানিকতা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এসময় তিনি শিশুদের বিকাশে বাবা-মা ও শিক্ষকদের প্রতি আরো যত্নবাদ হওয়ার আহ্বান জানান। বলেন, একজন শিশু পরিবারে এর শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমে শিক্ষা গ্রহন করে। তাই পরিবার ও বিদ্যালয়ে শিশুদের প্রতি যতœবাদ হওয়া, তাদের চাহিদা সম্পর্কে বোঝা উচিত।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বীর মুুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম।

মেসেঞ্জার/নাহিদ/সজিব