ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল হক খান

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২২:২৫, ১৯ নভেম্বর ২০২৩

আপডেট: ২২:৩৯, ১৯ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল হক খান

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের কাছ থেকে সামসুল হক খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাতিজা সাখাওয়াত হোসেন স্বপন খান। ছবি: ডেইলি মেসেঞ্জার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ সামসুল হক খান।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের কাছ থেকে সামসুল হক খানের পক্ষে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাতিজা সাখাওয়াত হোসেন স্বপন খান।

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ দলীয় মনোনয়ন ফরম জমা দেবেন বলে জানান, বীর মুক্তিোদ্ধা আলহাজ মোহাম্মদ সামসুল হক খান। এ জন্য তিনি শরীয়তপুর-১ আসনের সর্বস্তরের জনগণসহ দলীয় সকল নেতাকর্মীদের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

মেসেঞ্জার/আল আমিন