ছবি : মেসেঞ্জার
লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতার অভিযোগে নজরুল ইসলাম নিশাত ও তানভীর হোসেন লিংকন নামের দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার সিংহেরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নজরুল ইসলাম নিশাত রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও তানভীর হোসেন লিংকন উপজেলা ছাত্রদলের সদস্য।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, নিশাতকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। কোনো কারণ ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করছে। ইতিমধ্যে রাজনৈতিক মামলায় আমাদের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের আন্দোলন চলবে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, চলন্ত যানবাহন ভাঙচুরের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে তারা আন্দোলনের নামে নাশকতা করছিল। নাশকতা মামলায় তারেকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মেসেঞ্জার/সুমন/আপেল