ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১২, ৫ ডিসেম্বর ২০২৩

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের হাটহাজারীতে দুইটি ট্রাকের সংর্ঘষে চালক মোঃ আলমগীর ( ৩৫) ও সহকারী রুবেল ( ২৭) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে হাটহাজারী - নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের নতুন রাস্তা মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দাতমারা এলাকার বাসিন্দা। নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে উক্ত স্থানে পাথর ও রবারবাহী দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রবার বোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়।

দূর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার ও দূর্ঘটনা কবলিত ট্টাক দুইটি
আটক করেন।

সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আনিসুর রহমান।

মেসেঞ্জার/সজিব