ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চকরিয়ায় বাসচাপায় নিহত ২

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৪, ৭ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৪:৩২, ৭ ডিসেম্বর ২০২৩

চকরিয়ায় বাসচাপায় নিহত ২

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের চাকরিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ডুলাহাজারা উলবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আব্দুর রহমান (৮) ‍ও সাবা (৬)। তারা দুইজন আপন ভাই-বোন। এছাড়া তারা দুই জন চকরিয়ার উপজেলার ডুলাহাজারার এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের সন্তান বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। ডুলাহাজারা এলাকায় দুই শিশু সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

তবে এলাকাবাসীর ধারণা, নিহত শিশু দুই জন ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী ট্রেন দেখতে যাচ্ছিল।

মেসেঞ্জার/রিদুয়ান/শাহিন