ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

কুমিল্লায় শ্রমিক পরিবহণে আগুন

কুমিল্লা ব্যুরো

প্রকাশিত: ১৩:৪২, ৭ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৩:৪৭, ৭ ডিসেম্বর ২০২৩

কুমিল্লায় শ্রমিক পরিবহণে আগুন

ছবি : মেসেঞ্জার

কুমিল্লায় শ্রমিক পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে নগরীর উনাইসার এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়। বাসটি জিহান ফুটওয়ার নামে একটি ইন্ডাস্ট্রির শ্রমিক বহন কাজে নিয়োজিত ছিল।

বাস চালক মো. আনিস জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখায় তার ঘুম ভাঙ্গে। তখন সে দ্রুত বাস থেকে বের হন এবং কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেন। বাসে অগ্নিসংযোগ কারী দুর্বৃত্তরা মুখোশধারী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষণে বাসটি পুরোপুরি জ্বলে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভুইয়া বলেন, ‘ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। নাশকতাকারীদের দমন করতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

মেসেঞ্জার/আবুল খায়ের/শাহিন