ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:৩৯, ২৭ ডিসেম্বর ২০২৩

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার পর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এসময় দুর্ঘটনায় এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

এদিকে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ছোটবড় অসংখ্য যানবাহন নদী পার হওয়ার অপেক্ষায় আটকা পড়েছে।

মেসেঞ্জার/দিশা