ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:১৭, ২৪ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৪:৫৬, ২৪ জানুয়ারি ২০২৪

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

ছবি : মেসেঞ্জার

খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুইজন কর্মী নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে মহালছড়ির দুর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন।

নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।

মেসেঞ্জার/শাহেদ