ছবি : মেসেঞ্জার
বরগুনার আমতলী উপজেলায় নিখোঁজের দুদিন পর তানজিলা নামে এক মাদ্রাসা পড়ুয়া কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সোনাউটার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত প্রতিবেশী দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে আমতলী সদর ইউনিয়নের পূজাখোলা গ্রামের মাদ্রাসা পড়ুয়া তানজিলা নিখোঁজ হয়। এ ঘটনায় মঙ্গলবার তার বাবা তোফাজ্জেল হোসেন আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন।
বুধবার সকালে স্থানীয় সোনাউটা খালের পাশে পাতাবনে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রতিবেশী হৃদয় খান ও জাহিদুল নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
মৃত তানজিলার বাবা তোফাজ্জেল হোসেন বলেন, আমার মেয়ে নিখোঁজের পর প্রতিবেশী হৃদয় ও জাহিদুল ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। টাকা না দেয়ায় ওরা আমার মেয়েটাকে মেরে ফেলছে। ওরাই আমার মেয়েকে অপহরণ করেছে। আমি ওদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখয়াত হোসেন তপু বলেন, ধারণা করা হচ্ছে ঘাতকরা শ্বাস রোধে হত্যার পর তানজিলার মরদেহ গুমের জন্য পাতাবনে ফেলে রাখে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/হিমাদ্রি/আপেল