
ছবি : মেসেঞ্জার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ৭ ফেব্রুয়ারি দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের উত্তর দিকে থাকা প্রক্টর অফিসে আটক অবস্থায় অপারেশন পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর দুর্গাপুর থানার পালসা গ্রামের নান্টু রহমানের ছেলে মোঃ সিজান আলী শাহ, চৌবাড়িয়া গ্রামে বদির উদ্দিনের ছেলে মোঃ রাসেল আলী ও বালশা পশ্চিমপাড়ার মৃত ছাবের আলীর ছেলে কদর সর্দার; পুঠিয়া থানার বানেশ^র এলাকার বেলাল হোসেনের ছেলে মোঃ শিমুল আলী।
এসময় তাদের নিকট থেকে নগদ ২১’শ টাকা, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি একপাতা, ৩টি ফাঁকা চেক, ৩টি মোবাইল, ৫টি সীম কার্ড উদ্ধার করা হয়।
পরে উপস্থিত লোকজনের সম্মুখে র্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা এই চক্রের মূলহোতা পলাতক বাগমারা থানার হাঁসনিয়াপুর গ্রামের মোঃ এনামুল হক বলে জানান। তার প্ররোচণায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য দপ্তরে সরকারি চাকুরি দেওয়ার কথা বলে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে।
আসামিদের বিরুদ্ধে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের মতিহার থানায় প্রতারণার মামলা হয়েছে। আসামিদের পুলিশে হস্তান্তর এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।।
মেসেঞ্জার/আনুসুজ্জামান/আপেল