ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মাগুরায় সন্ত্রাসী হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

মাগুরায় সন্ত্রাসী হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত

ছবি: মেসেঞ্জার

মাগুরার মহম্মদপুরে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় রিমা পারভিন ও আলি হাসান নামে দুই এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতের শিকার হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আর.এস কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

হামলার শিকার দুই পরীক্ষার্থীকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামূক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ হামলকারী যুবককে আটক করেছে। সুমন মোল্যা নামের ওই যুবক পার্শ্ববর্তি জেলা ফরিদপুরের বোয়ালমারি উপজেলার হাটখোলা গ্রামের আবদুস শুকুরের ছেলে।

পুলিশ জানায়, ৭ মাস আগে মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামের লিপন মিয়ার মেয়ে রিমা পারভিনের সাথে সুমনের বিয়ে হয়। কিন্তু বিয়েতে খুশি না থাকায় রিমার পরিবার মেয়েকে ছাড়িয়ে নেয়। এই বিবাহ বিচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ছিল সুমন। যার জের হিসেবে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পথে ছুরি নিয়ে মেয়েটির উপর হামলা চালায় সুমন।

এ সময় মেয়েটিকে রক্ষা করতে গেলে একই কেন্দ্রের পরীক্ষার্থী আলি হাসান ছুরির আঘাতে রক্তাক্ত জমখ হয়। তাদের ডাক চিৎকারে এগিয়ে আসা পথচারিরা হামলকারী যুবক সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম বলেন, হামলকারী যুবক পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মেসেঞ্জার/বাসার/শাহেদ