ছবি: মেসেঞ্জার
যশোরের মণিরামপুরে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মানব মণ্ডল (৩৬) উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে। এদিকে, গুলি করে পালিয়ে যাওয়ার সময় তিন দুবৃর্ত্তকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
আটককৃতরা হলেন, অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে শিশির মন্ডল (৩০), মনিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮) ও অভয়নগর উপজেলার বুইকরার মৃত সোহরবের ছেলে হান্নান (৩২)।
জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কুলটিয়া মোড়ে নিপুণ মন্ডলের দোকানে যান মানব মন্ডল। দোকানে তারা গল্প করছিলেন। এ সময় কিছু বুঝে উঠার আগেই দুই মোটরসাইকেলে আসা তিন যুবক মানব মন্ডলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মানবের উরুতে লাগে। সাথে সাথে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিপুণ মন্ডল জানান, মানব তার দোকানে পৌছানোর ৫ মিনিট পরেই এ ঘটনা ঘটে।
এদিকে, গুলিবর্ষণের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় অভয়নগর উপজেলার ডহর মাগুরায় জনতা তাদের আটকে করে। পরে পুলিশের হাতে ওই ৩জন সন্ত্রাসীকে তুলে দেয়া হয়।
মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তবে, কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আতিকুল ইসলাম বলেন, তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
মেসেঞ্জার/জামাল/তারেক