ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মাগুরায় ১৮৫ নারীকে শেখ হাসিনার স্মার্ট উপহার প্রদান

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

মাগুরায় ১৮৫ নারীকে শেখ হাসিনার স্মার্ট উপহার প্রদান

ছবি : মেসেঞ্জার

তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা উদ্যোক্তা হিসেবে টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) মাগুরায় ১৮৫ জন নারী প্রশিক্ষণার্থিকে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

ওয়ালটন ব্রাণ্ডেরশেখ হাসিনার স্মার্ট উপহারহিসেবে পাওয়া এসব ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে তারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অনলাইন মার্কেটপ্লেসে কাজের সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।

মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরেরহার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা তথ্য যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা আবুল কাশেম পলাশসহ প্রমুখ।

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলায় হার পাওয়ার প্রকল্পের অন্তর্ভূক্ত নারী -কমার্স প্রফেশনাল নারী ফ্রিল্যান্সার ক্যাটাগরির ১৮৫ জন নারীদের জন্যে মাস মেয়াদি প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ওইসব নারীর মধ্যে শনিবার বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হয়।

মেসেঞ্জার/বাসার/আপেল