ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শিবচরে আব্দুল কাদের চৌধুরী স্মৃতিবৃত্তি প্রদান

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৪

শিবচরে আব্দুল কাদের চৌধুরী স্মৃতিবৃত্তি প্রদান

ছবি : মেসেঞ্জার

মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে আব্দুল কাদের চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরীর স্মরণে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেনি পর্যন্ত প্রতি শ্রেণিতে পাঁচজন করে মোট ২৫ জন শিক্ষার্থীকে মোট ৩৯ হাজার ৫শত টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি হিসেবে আব্দুল কাদের চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার(২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে এ বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মোসলেহ আলম চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহ-সভাপতি আমিনুল হক চৌধুরী, অভিভাবক সদস্য ইবাদাত মুন্সী, রেহেনা পারভীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল আলমসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল আলম বলেন,'বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামে প্রতি বছরই এ বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও বেশি উদ্বুগ্ধ করতেই দীর্ঘদিন ধরে এ বৃত্তি দেয়া হচ্ছে।'

ইমতিয়াজ/শাহেদ