ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পূর্বাচলে বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত অন্তত ২২

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:১৪, ২ মার্চ ২০২৪

পূর্বাচলে বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত অন্তত ২২

ছবি : সংগৃহীত

পূর্বাচলে একটি বিআরটিসির দোতলা বাস নিয়ন্ত্রন হারিয়ে আন্ডারপাসে ধাক্কা খেয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ যাত্রী। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার ( মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ঘটনা ঘটে। পরে খবর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে।

জানা যায়, শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রন কক্ষে সংবাদ আসে একটি বিআরটিসি দোতলা বাস পূর্বাচল আন্ডারপাসে ধাক্কা খেয়েছে। ঘটনায় অনেকে আহত হয়েছেন বলেও সংবাদ আসে। পরে পূর্বাচলে থাকা ফায়ার স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে যায়। তারা সেখানে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। আহত যাত্রী সংখ্যা কমপক্ষে ২২ জনের মতো। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/ফামিমা