ছবি : সংগৃহীত
বগুড়ায় আজহারুল ইসলাম শান্ত (২২) নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২ মার্চ) বিকেল ৫ টায় শহরের চকফরিদ কলোনী এলাকায় খুনের ঘটনা ঘটলেও পুলিশ এখনও হত্যাকান্ডের রহস্য খুঁজে পায়নি।
নিহত শান্ত জেলার সারিয়াকান্দি উপজেলার কুপতলা গ্রামের আবুল হোসেনের ছেলে। শান্ত শহরের ফুলদীঘি পুর্বপাড়ায় পরিবারের সাথে বসবাস করতেন। তিনি সুখানপুকুর সৈয়দ আহম্মেদ কলেজের ডিগ্রি (পাশ) কোর্সের ছাত্র ছিলেন।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহিনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শান্তর বাবা আবুল হোসেন জানান, তার ছেলে লেখাপড়ার পাশাপাশি ইন্টারনেট সংযোগের কাজ করতো। শনিবার বিকেলে শান্ত বাসা থেকে বের হয়ে চক ফরিদ কলোনী এলাকায় যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে ধরে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে হত্যাকান্ডের পিছনের কোন কারণ জানা যায়নি। হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করেছে।
মেসেঞ্জার/আলমগীর/আপেল