ছবি : সংগৃহীত
বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার মাঝখানে নো ম্যানস ল্যান্ডে স্থলমাইন বিস্ফোরণে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মো. ইব্রাহিম উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জারুলিয়াছড়ি পাড়ার মেহের আলীর ছেলে ও ওই ইউনিয়নের মহিলা মেম্বার লায়লা বেগমের স্বামী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৪৬-৪৭ পিলার সংলগ্ন বিশাল এলাকা জুড়ে নো ম্যানস ল্যান্ড। শনিবার বিকালে চোরাই গরু আনার জন্য প্রবেশ নিষিদ্ধ নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করে ইব্রাহিম মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।
সন্ধ্যা ৭টার দিকে তার স্বজনদের কাছে খবর আসে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ইব্রাহিম আহত হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উখিয়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায় স্থানীয়রা।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিস্ফোরণের ঘটনাস্থলটি জারুলিয়াছড়ি পাড়া থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে বলে জানা যায়।
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মো. আলী হোসেন। তবে এ বিষয়ে জানতে মোবাইলফোনে একাধিকবার কল করলেও সাড়া দেননি নাইক্ষ্যংছড়ি থানার (ওসি) মো. আব্দুল মান্নান।
মেসেঞ্জার/মংটিং/আপেল