ছবি : মেসেঞ্জার
বগুড়ায় মাটির নিচ থেকে অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালতিনগর জিলাদারপাড়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেনেডগুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জিলাদারপাড়ার বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, গত কয়েক দিন ধরে আমার বাড়ির সংস্কারের কাজ চলছে। বাড়ির পাশেই কিছু মাটি নেওয়ার জন্য মাটি খুঁড়তে একসঙ্গে তিনটি গ্রেনেড পাওয়া যায়। তখন তাৎক্ষণিক পুলিশকে সংবাদ দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় এখানে আর্মিদের ক্যাম্প ছিল। মনে হচ্ছে এ গ্রেনেডগুলো সেই সময়কার।
ওসি বলেন, তিনটি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন। ঢাকায় বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঢাকায় বম্ব ডিসপোজাল ইউনিট এলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।
মেসেঞ্জার/আলমগীর/আপেল