ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ময়মনসিংহে যুবলীগ নেতাকে মারধরের মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ৪ মার্চ ২০২৪

ময়মনসিংহে যুবলীগ নেতাকে মারধরের মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

ছবি : মেসেঞ্জার

ময়মনসিংহের ভালুকায় যুবলীগ নেতাকে মারধরের মামলায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ( মার্চ) দুপুর ১২টার দিকে আমলি আদালতের বিচারক রওশন জাহান আদেশ দেন।

আদালত পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, চার্জশিট দাখিলের দিন মামলার প্রধান অভিযুক্ত আবুল কালাম আজাদ স্থায়ী জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী যুবলীগ নেতা হুমায়ুন কবির বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপবাদ কটূক্তির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। সেটিকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের নির্দেশে আমার ওপর হামলা চালানো হয়।

পরে ২২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ২০২০ সালের ১৬ জানুয়ারি আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করি। সে মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

মেসেঞ্জার/কালাম/আপেল