ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রাজবাড়ীতে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৯:৫৩, ১২ মার্চ ২০২৪

রাজবাড়ীতে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাজবাড়ী সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ভান্ডারিয়া বাজারের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)। 

জানা গেছে, সকালে আলিপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।

মেসেঞ্জার/দিশা