ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণের শুধু মহিলাদের আইডি কার্ড দিয়ে তালিকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ঐ ইউনিয়নে ১৬শ ৩৩ জনকে দেয়া হবে ১০ কেজি করে চাল। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভ বিরাজ করছে।
উপজেলার দেওখোলা ইউনিয়নে ঈদুল ফিতরের দুঃস্থদের জন্য বিশেষ বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে ভিজিএফ কমিটির সভায় চেয়ারম্যান ফরিদা আকতার নীশি সকল ইউপি সদস্যকে শুধু মহিলাদের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেন। ভিজিএফ কমিটির এক সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, আমরা এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলাম কিন্ত চেয়ারম্যান আমাদের কথা শুনে নাই। তার স্বামী মৃত তাজুল ইসলাম বাবলু এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় ভিজিএফের চাল বিতরণ সরকারী নিয়মানুযায়ী করতে পারে নাই।
এ তার স্ত্রীও ব্যর্থ হয়ে হয়েছে এ কারনে স্থানীয়রা বেশ ক্ষুদ্ধ।
জাতীয় তথ্য বাতায়ণে ইউনিয়ন পরিষদের উন্নয়নৃূলক কাজের কোন তালিকা নেই। বর্তমান পরিষদের ঘরে বর্তমান চেয়ারম্যান ও প্রয়াত স্বামীর ছবি দেয়া আছে। মেম্বারদের কারও নাম নেই তথ্য বাতায়নে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হতদরিদ্র বলেন, ১০ কেজি চালের মধ্য ৮ কেজি করে বিতরণ করা হয়। আমরা কোন বিচার পাই না।
চেয়ারম্যান ফরিদা আকতার নীশি জানান, বিষয়টি নিয়ে ভিজিএফ কমিটিকে আলোচনা করা হয়েছে। এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, ভিজিএফ শুধু মহিলাদের জন্য এমনটা না। ভিজিএফ সকল হতদরিদ্রের।
মেসেঞ্জার/সজিব