ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের 

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৬, ১৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:০৯, ১৮ এপ্রিল ২০২৪

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের 

ছবি : সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের থাক্কায় সুরুজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার (১৭ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কইয়ুম খান সিদ্দিকী। নিহত বৃদ্ধ স্থানীয় মৃত ছবর উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সুরুজ আলী বাড়ির পাশে দোকান থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পাকা সড়কে পড়ে তার মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ  উদ্ধার করে। তবে ঘাতক মোটরসাইকেলের চালককে আটক করতে পারেনি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কইয়ুম খান সিদ্দিকী।  তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মেসেঞ্জার/দিশা