ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মাগুরায় সড়ক দূর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১২, ২৫ এপ্রিল ২০২৪

মাগুরায় সড়ক দূর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু

ছবি : সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ইউনুস আলী (৫৬) নামে একজন স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দীঘা ইন্তাজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুর টার দিকে পারিবারিক কাজে তিনি মোটরসাইকেল চালিয়ে মহম্মদপুর থেকে মাগুরা শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে উপজেলার কালুকান্দি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সড়কের পাশে একটি গাছে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

দূর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রধান শিক্ষক ইউনুস আলী মহম্মদপুর উপজেলার দেউলী গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।

মহম্মদপুর থানার (ওসি) মোঃ বোরহান উল ইসলাম নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মেসেঞ্জার/বাসার/আপেল