ছবি : মেসেঞ্জার
মাগুরায় তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় চোখের জল ফেললেন স্থানীয় মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে মাগুরার শ্রীপুরে আয়োজিত নামাজ শেষে মুসল্লিরা মহান সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্যে প্রার্থনা জানান।
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এসআই সিনিয়র দাখিল মাদরাসা মাঠে আয়োজিত এ বিশেষ নামাজে বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, ইমাম-মুয়াজ্জিন, স্কুল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দুই রাকাত ইসতিস্কার নামাজ পরিচালনা করেন খামারপাড়া বাজার জামে মসজিদের পেশ কাজী আবুল হাসান। নামাজ শেষে দোয়া করেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী।
মেসেঞ্জার/বাসার/আপেল