ছবি : সংগৃহীত
নেত্রকোনায় সোমবার (২৯ এপ্রিল) ভোরে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, পুলিশের বিশেষ অভিযানে শহরের রাজুরবাজার এলাকায় একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আসা ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। জব্দকৃত ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা সদরের চকপাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে মো. মাসুম মিয়া, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুখলা গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. জায়েদ মিয়া ও পূবাইল থানার হারবাইত গ্রামের মৃত বারেক মিয়া ছেলে বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/দিশা