ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

শিবচরে বিনামূল্যে ৫ শতাধিক দন্তরোগীদের চিকিৎসা প্রদান

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫১, ৩ মে ২০২৪

শিবচরে বিনামূল্যে ৫ শতাধিক দন্তরোগীদের চিকিৎসা প্রদান

ছবি : মেসেঞ্জার

মাদারীপুর জেলার শিবচরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার(৩ মে) দিনব্যাপী জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়ং এর উদ্যোগ শিবচর পৌর এলাকার প্রভাতী কিন্ডার গার্টেনে বিনামূল্যের এই ডেন্টাল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০ জন চিকিংসক ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন।

পাশাপাশি ঔষধ,  ব্রাশ ও টুথপেষ্ট বিতরণ করা হয়। ক্যাম্পে মেডিকেল সাপোর্টিং এ সহযোগিতায় ছিলো মেডিপ্লাস।

মেডিকেল ক্যাম্পের চিকিৎসক এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন,'আমরা শিবচরে প্রায় ৫ শতাধিক দন্তরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছি।'

প্রতিষ্ঠানটির ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ বলেন, 'ওরাল হেলথ নিয়ে আমাদের দেশে অনেক অসচেতনতা রয়েছে।

ওরাল হেলথকে গুরুত্ব দেয় না। এই অবস্থার পরিবর্তনে দেশের বিভিন্ন প্রান্তে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি ফ্রি চিকিৎসা দিয়ে আসছে জেসিআই ঢাকা ইয়াং। আমাদের স্বপ্ন একটাই, সকলের মুখে সুন্দর হাসি।'

মেডিকেল ক্যাম্প আয়োজনের বিষয়ে জেসিআই ঢাকা ইয়াং এর লোকাল প্রেসিডেন্ট আনিকা দাইয়ান বলেন,'আমাদের উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রান্তের নানা পেশার মানুষদের ফ্রিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, দন্ত সেবা প্রদান করা। পাশাপাশি জেসিআই ঢাকা ইয়াং মানুষ সেবায় আরো অনেক কর্মসূচী বাস্তবায়ন করে থাকে।'

জেসিআই ঢাকা ইয়াং এর কাজকে সাধুবাদ জানিয়ে প্রভাতী কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল বাবুল আশরাফ বলেন,'আমার স্কুলে এরকম একটি প্রোগ্রাম করায় আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় লোকজন অনেক উপকৃত হয়েছে।

আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যত, তাদের স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে জরুরি। দেশের সকল স্কুল, কলেজে এ ধরনের ক্যাম্পেইন মাঝে মাঝে করলে আমরা সকলেই উপকৃত হবো।

মেসেঞ্জার/ইমতিয়াজ/তারেক

×
Nagad