ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

উপজেলা নির্বাচনে পিরোজপুরে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৯, ৯ মে ২০২৪

উপজেলা নির্বাচনে পিরোজপুরে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

ছবি : মেসেঞ্জার

প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে পিরোজপুরের ৩টি উপজেলায় (বুধবার ৮ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পিরোজপুর সদর উপজেলায় বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম বায়েজীদ হোসেন (দোয়াত-কলম প্রতীক)। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. শফিউল হক মিঠু (আনারস প্রতীক) পেয়েছেন ৩৬০৭ ভোট।

নাজিরপুর উপজেলায় দোয়াত-কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য শ.ম রেজাউল করিমের ভাই  এস এম নুরে আলম সিদ্দিকী (শাহীন)। তিনি পেয়েছেন ১৯ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আলী সিকদার (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৮ হাজার ৮৪৮ ভোট।

ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. জিয়াউল আহসান গাজী (আনারস প্রতীক)। তার প্রাপ্ত ভোট ১১ হাজার ২০৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ ফায়জুল কবীর তালুকদার (দোয়াত-কলম প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৭৪০ ভোট।

মেসেঞ্জার/দিশা