ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

খাগড়াছড়িতে ট্রাক উল্টে খাদে, নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ১৩ মে ২০২৪

খাগড়াছড়িতে ট্রাক উল্টে খাদে, নিহত ১

ছবি: ডেইলি মেসেঞ্জার

খাগড়াছড়ির মানিকছড়িতে আনারস বোঝাই করা মিনি ট্রাক উল্টে খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। রোববার (১২ মে) বিকালে উপজেলার মরাডলু পোড়াটিলা এলাকায় আনারস ভর্তি একটি ট্রাক পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে। এ সময় পাহাড়ের নিচে পড়ে শ্রমিক মো. শাহ জামাল চৌকিদার (৫৫) নিহত হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়।

জানা গেছে, দুর্ঘটনায় নিহত মো. জামাল চৌকিদার এলাকার মৃত্যু মো. আব্দুর রব চৌকিদারের পুত্র। নিহতের সংসারে স্ত্রী, ৪ ছেলে, ২ কন্যা রয়েছে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, বাগান থেকে আনারস বোঝাই ট্রাক হাতিমুড়া বাজারে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় এক শ্রমিক মারা যায়। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে। নিহত ব্যক্তির সুরতহাল শেষে গুইমারা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

মেসেঞ্জার/সমির/হাওলাদার