ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মাগুরায় সংহতি সমাবেশ

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৫, ১৬ মে ২০২৪

আপডেট: ১৮:১৩, ১৬ মে ২০২৪

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মাগুরায় সংহতি সমাবেশ

ছবি : মেসেঞ্জার

‘গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত কর’ এই শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিন সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেওয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করায় সেখানকার জনগণ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে।

এবার বিগত ৭ মাস ধরে ফিলিস্তিনের উপর ইসরায়েলী নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এই হামলায় ইতিমধ্যে ৪২ হাজারের উপর মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭০ হাজারের অধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে প্রায় ১৫ হাজার শিশু।

এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেখা দিয়েছে তীব্র খাবার, ওষুধ, বিশুদ্ধ পানির সংকট।

সমাবেশ থেকে গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত কর, মার্কিন সাম্রাজ্যবাদ, ‘ইসরাইলি জায়নবাদ ধ্বংস হোক নিপাত যাক’ ইত্যাদি স্লোগান উচ্চারিত হয়।

মেসেঞ্জার/বাসার/আপেল