ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০০, ২১ মে ২০২৪

মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

ছবি : মেসেঞ্জার

মাগুরায় সদর উপজেলার বড়খড়ি গ্রামে পুরনো শত্রুতার জেরে হাফিজার লস্কার (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে ওই গ্রামের যশোর লস্কারের ছেলে। পুলিশ এ ঘটনায় হারুন ও ফারুক নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে।

নিহতের ছেলে তামিম লস্কার জানান, বাবা হাফিজার লস্কার রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লে বাড়ির অন্যান্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরের দিকে উঠোনের এক কোণে বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ বাড়ির পাশে খালপাড় থেকে বাবার ব্যবহৃত সেন্ডেল খুঁজে পায়। সেখানে খালপাড়ে রক্তের ছাপও দেখা গেছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী দুই যুবককে আটক করা হয়েছে। পুরণো শত্রুতার জের ধরেই এই হত্যাকা- সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

মেসেঞ্জার/দিশা