ছবি : মেসেঞ্জার
গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা নির্বাচনে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে দুইটি উপজেলাতে ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক কম। এরমধ্যে কাশিয়ানী উপজেলার একটি কেন্দ্রে ভোটারদের দেখা না মিললেও ভোটকেন্দ্রে দেখা গেছে ছাগল।
বেলা ১২টার পর উপজেলার মহেশপুর ইউনিয়নের ১৫৬ নং হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা গেছে। তবে প্রিসাইডিং কর্মকর্তার দাবি কেন্দ্রটিতে বেলা বারোটা পর্যন্ত ভোট পড়েছে বিশ শতাংশ।
প্রিসাইডিং কর্মকর্তা কদর আলী বলেন, সকালে ভোটার উপস্থিতি একটু ভালো ছিল। কেন্দ্রের আশপাশের ভোটাররা সকাল সকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কমতে থাকে। এখন অনেক কম তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, ধান কাটা সহ জমির কাজে পুরুষ ভোটাররা ব্যস্ত তাই সকালে তারা হয়তো আসে নাই তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা করছি।
কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা দুই হাজার আটশ ছয়। এর মধ্যে চার ঘন্টায় পুরুষ ভোট পড়েছে দুইশ পচিশ ও নারী ভোট পড়েছ তিনশ পচিশ।
মেসেঞ্জার/আশিক/আজিজ