ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

জয়পুরহাটে শেষ হলো তিনদিন ব্যাপী মোবাইল জার্নালিজম ট্রেনিং

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৪, ২৪ মে ২০২৪

জয়পুরহাটে শেষ হলো তিনদিন ব্যাপী মোবাইল জার্নালিজম ট্রেনিং

ছবি : মেসেঞ্জার

জয়পুরহাটে শেষ হলো তিন দিন ব্যাপী মোবাইল জার্নালিজম ট্রেনিং। শুক্রবার (২৪ মে) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)' আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

ট্রেনিং অংশ নেওয়া জেলার দায়িত্ব পালন করা ৩৫ জন টেলিভিশন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। 

প্রশিক্ষণে সাংবাদিকরা মোবাইলে কনটেন্ট সংরক্ষণ তথ্য যাচাইকরণ, মোবাইল ক্যামেরার ফ্রেমিং এবং ভিডিও ধারণের ব্যবহারিক কৌশল সম্পর্কে ধারনা দেওয়া হয়।

মেসেঞ্জার/মামুন/আপেল

×
Nagad