ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

জয়পুরহাটে তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম ট্রেনিং শুরু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৭, ২৫ মে ২০২৪

জয়পুরহাটে তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম ট্রেনিং শুরু

ছবি: মেসেঞ্জার

জয়পুরহাটের জেলা ও উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম ট্রেনিং শুরু হয়েছে। 

শনিবার (২৫ মে) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)'র আয়োজনে প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সদস্য ডক্টর প্রদীপ কুমার পান্ডে। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী ও পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। সেই সাথে বস্তুনিষ্ঠ সম্পদ উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়। 

এসময় জেলার দায়িত্ব পালন করা ৩০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার  সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

মেসেঞ্জার/দিশা

×
Nagad