ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ফেনীতে ভোটারশূন্য কেন্দ্রে ৩০ মিনিটে ২১৯ ভোট

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ২৯ মে ২০২৪

ফেনীতে ভোটারশূন্য কেন্দ্রে ৩০ মিনিটে ২১৯ ভোট

ছবি : মেসেঞ্জার

ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারশূন্য আতাতুর্ক মডেল হাই স্কুল কেন্দ্রে ৩০ মিনিটে ২১৯ ভোট পড়েছে। সকাল ১০টা পর্যন্ত ২১৬ ভোট পড়লেও সাড়ে ১০টায় এ সংখ্যা হয় ৪৩৫। প্রিসাইডিং কর্মকর্তা আহছান উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দাগনভূঞা পৌরসভা, বেতুয়া, শ্রীধরপুর, ছোট লালপুর এলাকা মিলে ১১টি বুথে ভোটার সংখ্যা ৪ হাজার ৫৩৫।

সরেজমিন দেখা গেছে, আতাতুর্ক কেন্দ্রে বর্তমান কাউন্সিলর নুরুল হুদা সেলিম ও সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন মাসুদ সহ আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা ভোটার আনতে তৎপর দেখা গেলেও নারী-পুরুষ বুথের সামনে নেই ভোটারের লাইন।

সকাল ১০টা পর্যন্ত মোট ভোটারের ৪.৭৬ শতাংশ থাকলেও আধঘণ্টা পর এই সংখ্যা ৯.৫৯ শতাংশে পৌছে। সহকারি প্রিসাইর্ডিং কর্মকর্তা আমিন উল্যাহ জানান, তার বুথে ভোটার ৫০৭। প্রথম দুই ঘন্টায় ৪২ ভোট পড়েছে। আধঘণ্টায় ভোট পড়ে ২২।

আরেক সহকারি প্রিসাইর্ডিং কর্মকর্তা সেলিম মিয়াও জানালেন একই ধরনের তথ্য। তিনি বলেন, তার বুথে মোট ভোট ৫০১। প্রথম দুই ঘন্টায় ৩১ ভোট পড়েলেও আধঘণ্টায় ২১ ভোট পড়ে।

এজইচিত্র উপজেলার সিলোনিয়া হাই স্কুল কেন্দ্রে।প্রিসাইডিং কর্মকর্তা রুমন চন্দ্র দাস জানান, এখানে মোট ভোটার ৩ হাজার ৬৪৮। ১০টা পর্যন্ত ১৯৮ জন ভোট দিয়েছেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দাগনভূঞায় ৭২টি কেন্দ্রে ৫শ ৮২টি বুথে ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯০৫ জন। এখানে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন (দোয়াত কলম), উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিজন ভৌমিক (চিংড়ী মাছ), ভাইস চেয়ারম্যান পদে জায়লস্কর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার (টিউবওয়েল), ইউছুপ আলী (উড়োজাহাজ)।

মেসেঞ্জার/মানিক/তারেক