ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

দিনাজপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৫৬, ২৯ মে ২০২৪

আপডেট: ২২:৫৮, ২৯ মে ২০২৪

দিনাজপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

ছবি : মেসেঞ্জার

দিনাজপুর সদর উপজেলা পরিষদে ইমদাদ সরকার, চিরিরবন্দর উপজেলায় সুনীল কুমার সাহা ও খানসামা উপজেলায় শহিদুজ্জামান শাহ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। বুধবার (২৯ মে) রাতে তিনটি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারগণ ফলাফল ঘোষণা করেন। দিনাজপুর সদর: ৫৫ হাজার ৬৪ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ইমদাদ সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থী রবিউল ইসলাম সোহাগ পান ১৮ হাজার ৩১৩ ভোট। অপর প্রার্থী ঘোড়া প্রতীক প্রার্থী ফয়সাল হাবিব সুমন পান ৩ হাজার ৭৪৫ ভোট। ৩ লাখ ৯৮ হাজার ২০০ জন ভোটারের মধ্যে ১৪৭টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৯ হাজার ৮৯৪ জন। এর মধ্যে ২ হাজার ৭৭২টি ভোট বাতিল করা হয়েছে। সদর উপজেলায় ভোট পড়েছে শতকার ২০ দশমিক ০৬ শতাংশ। খানসামা উপজেলা: ৩৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন ঘোড়া প্রতীক নিয়ে রাকেশ গুহ। তিনি পান ২১ হাজার ৪৭৮ ভোট। অপর ২ প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান হেলিকপ্টার প্রতীক নিয়ে ১৩ হাজার ২৩২ ভোট ও মোটরসাইকেল প্রতীক নিয়ে সাইফুল ইসলাম পান ৭ হাজার ৩০৩ ভোট। ১ লাখ ৪৭ হাজার ৫১৯জন ভোটার মধ্যে ৫৭টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৮ হাজার ৯৬জন। এর মধ্যে ২ হাজার ৮৬টি ভোট বাতিল হয়েছে। ভোটের শতকরা হার ৫২ দশমিক ৯৪ শতাংশ। চিরিরবন্দর: এই উপজেলায় ৩৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীক নিয়ে সুনীল কুমার সাহা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীক মোস্তাফিজুর রহমান পান ১৯ হাজার ১৪৯ ভোট। অপর ৩ প্রার্থী হেলিকপ্টার প্রতীকে আহসানুল হক ১৭ হাজার ৬২৯ ভোট, মোটরসাইকেল প্রতীক জ্যোতিষ চন্দ্র রায় পান ১২ হাজার ৪৭৬ ভোট ও আনারস প্রতীকে মোকারাম হোসেন ৯ হাজার ৫৬৯ ভোট। ২ লাখ ৫৮ হাজার ৩৮৯জন ভোটারের মধ্যে ৯৫টি কেন্দ্রে ৯৯ হাজার ১২৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২ হাজার ৩২৩ ভোট বাতিল হয়েছে। ভোট প্রদানের শতকরা হার ৩৮ দশমিক ৩৬ শতাংশ।

মেসেঞ্জার/কুরবান/আপেল

×
Nagad