ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

রাজবাড়ীর খানগঞ্জ ও দৌলতদিয়ায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৫, ৩১ মে ২০২৪

রাজবাড়ীর খানগঞ্জ ও দৌলতদিয়ায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ চাহিদা নিরুপনে জন অংশগ্রহণে গতকাল ৩০শে মে বিকালে রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।

সভায় উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মেনামুল হাসান মিন্টু।

জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের মোট আয় কোটি ৪৭ লক্ষ ৭৮ হাজার ৫০৫ টাকা মোট ব্যয় কোটি ৪৬ লক্ষ ২৮ হাজার ৫০৫ টাকা ধরা হয়েছে৷ এতে করে উদ্বৃত্ত থাকবে লক্ষ ৫০ হাজার টাকা।

সভায় অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল মোল্লা বক্তব্য রাখেন।

এসময় অনুষ্ঠানের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সংরক্ষিত মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপর দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে গত ২৯শে মে সকালে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুর রহমান সোহানের সভাপতিত্বে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ এনামুল হাসান।

জানা গেছে, ইউনিয়নের ২০২৪-২৫ অর্থ বছরের মোট আয় কোটি ২৭লক্ষ ৩০ হাজার ৫৩৬ টাকা মোট ব্যয় কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ৬২৭ টাকা ধরা হয়েছে। এতে করে উদ্বৃত্ত থাকবে লক্ষ ৮৪ হাজার ৯০৯ টাকা।

উন্মুক্ত খসড়া বাজেট সভায় ইউনিয়নের দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক, ইউপি সদস্য সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ সহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/মাহফুজুর/আপেল

×
Nagad