ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য 

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১১:০০, ২ জুন ২০২৪

সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য 

ছবি : মেসেঞ্জার

সরকারের মুখপাত্র তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া সাংবাদিকদের একটি তথ্যব্যাংক স্থাপনে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য এবং এব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ তথ্য অধিদফতর, ঢাকা কর্তৃক আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের অংশগ্রহণমূলক’ এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদারের সভাপতিত্বে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোঃ আব্দুল জলিল। বিশিষ অতিথি হিসেবে বক্ততা করেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী আল মামুন, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমূখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, তথ্য অধিদফতর ঢাকা এর সিনিয়র তথ্য অফিসার পরীক্ষিৎ চৌধুরী বক্তৃতা করেন।



 

মেসেঞ্জার/সাঈদ/আজিজ

×
Nagad